দুঃসাহসিক চুরি, পুলিশের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ বোধজংনগর থানার অধীন খয়েরপুর বাজারে মুদির দোকানে তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি৷ ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে খয়েরপুর দত্তপাড়া এলাকায়৷ সকালে স্থানীয় মানুষ দোকানে চুরির খবর মালিককে জানায়৷ খবর পেয়ে দোকান মালিক দ্রুত ঘটনাস্থলে যান৷ দোকান মালিক মৃণাল দত্ত জানান, তিনি গিয়ে দেখেন দোকানের দরজা খোলা৷
তিনি খবর দেন বোধজংনগর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে৷ মামলা রুজু করা হয়েছে৷ প্রাথমিকভাবে অনুমান লক্ষাধিক টাকার মালপত্র নিয়ে গিয়েছে৷ পরিবারের উপার্জনের একমাত্র সম্বল মুদির দোকানে চুরির পর কান্নায় ভেঙ্গে পড়েছে দোকান মালিক৷