নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে দেশবাসীর জন্য সু-খবরের বার্তা দিয়ে শেষ হয়েছে ২৩ তম দ্বিদিবসীয় জিএসটি

কাউন্সিলের বৈঠক৷ ২৭৮ টি পন্য সামগ্রীর মধ্যে ১৭৮টি সামগ্রী থেকে ২৮ শতাংশ জিএসটি কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে৷ দু-ধরনের সামগ্রী জিএসটি ২৮ থেকে কমিয়ে সরাসরি করা হয়েছে ১২ শতাংশ৷ পাশাপাশি ১৮ শতাংশযুক্ত ১৩৯টি পন্য সামগ্রীর করের হারও হ্রাস করা হয়েছে ১২ শতাংশে৷ তাছাড়া ছয়টি সামগ্রীর পণ্য ও পরিষেবা কর ১৮ শতাংশ থেকে কমিয়ে নিয়ে আনা হয়েছে পাঁচ (৫) শতাংশে৷
আজ জিএসটি কাউন্সিলের বৈঠকের পর এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি৷ অসমের অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে পাশে বসিয়ে তিনি জানান, এসি এবং নন এসি সব ধরনের রেস্তোরাঁয় জিএসটি হবে পাঁচ (৫) শতাংশ৷ পাশাপাশি কোনও রেস্টুরেন্ট পাবে না আইটিসি সুবিধা৷ তাছাড়া, আজ কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আট ধরনের সামগ্রী জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে পাঁচে (৫) নিয়ে আসার পাশাপাশি পাঁচ (৫) শতাংশ জিএসটি বলবৎ রয়েছে এমন ছয়টি পণ্যসামগ্রীর উপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে৷ তবে অন্য ৫০ সামগ্রীর ওপর যথারীতি ২৮ শতাংশ কর বলবৎ থাকবে৷
কেন্দ্রীয় মন্ত্রী জানান, নয়া কর নীতিত ক্ষুদ্র ব্যবসায়ীদের ট্যাক্স রিটার্ন এ আগের চেয়ে অনেক সুবিধা দেওয়া হয়েছে৷ নয়া জিএসটি কার্যকর হবে আগামী ১৫ নভেম্বর থেকে, জানান তিনি৷ মন্ত্রী মনে করেন, আজকের বৈঠকে জিএসটির নয়া নীতিতে দেশের ব্যবসায়ীরা বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা বহু গুণ স্বস্তি পাবেন৷ স্বস্তি পাবেন দেশের মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত পরিবারের মানুষজন৷
স্থানীয় অভিজাত হোটেল রেডিসন ব্লু-তে অনুষ্ঠিত ২৩তম দ্বিদিবসীয় জিএসটি কাউন্সিলের আজ ছিল শেষ দিনের বৈঠক৷ এদিনের শেষ পর্বের বৈঠক শুরু হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির পৌরোহিত্যে৷ এতে দেশের ২৪টি রাজ্যে অর্থমন্ত্রী অংশগ্রহণ করেছিলেন৷ প্রসঙ্গত, জিএসটি দেশে কার্যকর হওয়ার পর বিভিন্ন মহল থেকে নানা অভিযোগ তোলা হচ্ছে৷ কর প্রদানের ক্ষেত্রে ব্যবসায়ীদের মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে৷ এই বিষয়ে বৈঠক কোন আলোচনা হয়নি৷