বায়ু দূষণ রোধে ১২৩ টি কারখানার উৎপাদন বন্ধ রাখার নির্দেশ উত্তরপ্রদেশ সরকারের

মুজফফনগর, ১১ নভেম্বর (হি.স.) : বায়ু তথা পরিবেশ দূষণ রোধে কড়া পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। সেই মর্মে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে এক নির্দেশিকা জারি করে আগামী ১৪ ই নভেম্বর পর্যন্ত রাজ্যের আটটি চিনির মিলসহ ১২৩ টি কারখানার উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে দাবি করা হয়েছে জাতীয় গ্রিন ট্রাইবুন্যালের নির্দেশিত পরিবেশ বিধি না মেনে সংশ্লিষ্ট ওই কারখানাগুলি পণ্য উৎপাদন করে যাচ্ছিল। তার ফলে বায়ু দূষণের মাত্রা বেড়েই চলেছিল। তাই আগামী ১৪ ই নভেম্বর পর্যন্ত তাদের পণ্য উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।এছাড়া যেসব গাড়িগুলির ১০ থেকে ১৫ বছরের পুরনো সেইগুলির লাইসেন্স বাতিল করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। অন্যদিকে দূষণ বিধি না মানার জন্য ২০০টি পথ চলতি গাড়ির উপর জরিমানা ধার্য করেছে প্রশাসন।
এদিকে রাজধানী দিল্লির সংলগ্ন এলাকা এনসিআরেও বায়ুদূষণের মাত্রা অতিরিক্ত হারে বেড়ে চলেছে। তাই এনসিআর অঞ্চলে থাকা উত্তরপ্রদেশে ভাগপথ, মিরট, গৌতমবুদ্ধ, গাজিয়াবাদ, বুলন্দশর জেলাগুলির ক্রমাগত বায়ু দূষণের ফলে ঘন কুয়াশা চাদরে ঢেকে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী অতিরিক্ত কুয়াশার ফলে দৃশ্যমানতা কমে গিয়েছে তার ফলে গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে।
এদিকে শনিবারে দিল্লি এনসিআর এলাকায় এয়ার কুয়ালিটি ইনডেক্স ৫০০ র নিচে ছিল। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাগরিকদের অতিরিক্ত জল খাওয়ার নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত ঘন কুয়াশা বা অতিরিক্ত ধুলোময় এলাকায় যেতে নিষেধ করেছেন তিনি।