কালীমন্দিরে ভাঙচুর, বিয়ে বাড়িতে আগুন, শহরতলীতে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ রাতের অন্ধকারে দুসৃকতিকারীরা আগরতলায় পঞ্চবটি এলাকায় মন্দিরে নাশকতা চালিয়েছে৷ মন্দিরে কালীমূর্তি ভাঙচুর করা হয়েছে বলে শুক্রবার সকালে টের পান স্থানীয় জনগণ৷ কালীমূর্তি ভাঙচুরের পাশাপাশি স্বর্ণালঙ্কার দুসৃকতিকারীরা চুরি করেছে বলে অভিযোগ৷ এদিকে, রামনগর ফাঁড়ির অন্তর্গত মোল্লা পাড়াতে গতকাল রাতেই দুসৃকতিকারীদের লাগানো আগুনে একটি বিয়ে বাড়ির প্যান্ডেল পুড়ে গেছে৷ বাড়ির লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন৷ দুটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত শুরু করেছেন৷ স্থানীয়দের অভিযোগ, এলাকারই একটি দুষ্ট চক্র এই ঘটনার সঙ্গে জড়িত৷ কি উদ্দেশ্যে চক্রটি এই ধরনের অপরাধমূলক কাজ করছে, তা পুলিশ এখনো খঁুজে বের করতে পারেনি৷ এদিকে, কালী মূর্তি ভাঙচুরের ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদ এদিন রামনগর ফাঁড়ির সামনে রাস্তা অবরোধ করেছে৷
অতীতে বহুবার এই ধরনের ঘটনা সংগঠিত হয়েছে৷ স্থানীয়দের অভিযোগ, দুষ্ট চক্রটিকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানের ক্ষেত্রে পুলিশের গাফিলতি রয়েছে৷ এই দুটি ঘটনাকে ঘিরে দিনভর এলাকাজুড়ে স্থানীয়দের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে৷ সুপরিকল্পিতভাবে দুটি ঘটনা সংগঠিত করে গা ঢাকা দিয়েছে দুসৃকতিকারীরা৷ এই দুটি ঘটনায় কারা জড়িত রয়েছে তা অবিলম্বে খুজে বের করার জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী৷