মুজফফরনগর, ১১ নভেম্বর (হি.স.): ফের অনার কিলিংয়ের অভিযোগে চাঞ্চল্য ছড়াল গোটা উত্তরপ্রদেশ জুড়ে। সূত্রের খবর বছর ২৪ শের সাটওয়াতি নামে এক গৃহবধূকে তারই বাপের বাড়ির লোক পরিবারের সম্মান বাঁচাতে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে। ঘটনাটি ঘটেছে শুক্রবার শামলি জেলার মানডেট কালা গ্রামে ।পুলিশের দাবি নিজের দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল সাটওয়াতির। সেটা তার বাপের বাড়ি লোকেরা জানতে পারে। পরিবারের তরফে তাকে এই বিষয়ে সতর্কও করা হয়। কিন্তু সাটওয়াতি তাতে রাজি না হওয়ায় পরিবার সম্মান বাঁচানোর জন্য তার বাবা এবং দাদা তাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে। পরে নিরিবিলি জায়গান তার মৃতদেহ পুতে দেয়। শনিবার পুলিশ সেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে দেয়।
উত্তরপ্রদেশের শামলি জেলার পুলিশ সুপার অজয়পাল শর্মা শনিবার জানিয়েছেন যে গাড়িতে করে মৃতদেহ পুঁতে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িটি উদ্ধার করা গিয়েছে। যে ছুরি দিয়ে সাটওয়াতিকে কুপিয়ে খুন করা হয়েছিল সেই ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি মৃতার বাপের বাড়ির লোককে জেরা করে পুলিশ জানতে পেরেছে যে তারাই পরিবারের সম্মান রক্ষা করার জন্য সাটওয়াতিকে খুন করেছিল। এই ঘটনয়া পুলিশ মৃতার বাবা এবং দাদাসহ পরিবারের চারজন গ্রেফতার করেছে।
উল্লেখ্য বিগত কয়েক দশক সম্মান রক্ষার্থে হত্যা বা অনার কিলিংয়ের ঘটনা উত্তরভারতে বহু ঘটেছে। কিন্তু কয়েক বছর সেই রকম কোন খবর পাওয়া যায়নি। ফের অনার কিলিংয়ের ঘটনা সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে।
2017-11-11