আগরতলায় দূর্ঘটনায় গুরুতর ঘায়েল শিলচরের শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ শহরতলির কবিরাজ টিলা সুকলের নতুন পাকা বাড়ির কাজ করতে গিয়ে গুরুতর জখম নির্মাণ শ্রমিক৷ শুক্রবার সকালে সুকলের দ্বি-তল ভবনের রং করার সময় পা পিছলে পড়ে যায় অজয় দাস (২২)৷ শিলচরের বাসিন্দা অজয় এলাকার ঠিকেদার পরেশচন্দ্র দেবনাথের অধীনে সুকলের পাকা বাড়ির কাজে নিয়োজিত ছিল৷ গুরুতর জখম অবস্থায় সহকর্মীরা জি বি হাসপাতালে নিয়ে গিয়েছে৷ বাঁশের সাঁচাই থেকে পড়ে মাথার পেছনে আঘাত লাগায় অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা৷ কর্মস্থলে শ্রমিকের জখম হওয়ার খবর পেয়ে ঠিকেদার জিবি ছুটে গেলে ও উন্নত চিকিৎসার বিষয়ে সঠিক পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ অন্যান্য শ্রমিকদের৷