নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ চাকুরী হারানোর চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন এক শিক্ষক৷ বৃহস্পতিবার সকালে রামনগর ১১ নং রোডের বাসিন্দা রঞ্জন কুমার সূত্রধর (৪৯) নিজ বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন৷ সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, হাসপাতালের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে জানান, তাঁর মৃত্যু হয়েছে৷ তিনি সোনামুড়া মোহনভোগ সুকলের শিক্ষক ছিলেন৷ ২০১০ সালে স্নাতক শিক্ষক পদে যোগ দিয়েছিলেন৷ সুপ্রিম কোর্টের রায়ে বাতিল ১০৩২৩ জন শিক্ষকের তালিকায় তিনিও রয়েছেন৷
জানা গেছে, ২০১৪ সালে ত্রিপুরা হাইকোর্ট ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল করার রায় দেওয়ার পর তিনি তখন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন৷ ঐসময় তাঁকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল৷ চিকিৎসকরা তাঁকে চিন্তামুক্ত থাকার জন্য পরামর্শ দিয়েছিলেন৷ কিন্তু, সম্প্রতি ১০৩২৩ শিক্ষক মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে ভিষণভাবে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি৷ এদিন তাঁর স্ত্রী জানিয়েছেন, সুপ্রিমকোর্টের রায় শোনার পর থেকেই সারাক্ষণ চিন্তিত থাকতেন তিনি৷ কারণ, পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন তিনি৷ ৩১ ডিসেম্বরের পর চাকরী বাতিল হয়ে যাবে, তখন পরিবার কিভাবে প্রতিপালন করবেন এই চিন্তা তাঁকে কুড়ে কুড়ে খাচ্ছিল৷ তাদের একটি পুত্র সন্তান রয়েছে৷ সন্তানের ভবিষ্যত কি হবে, এই চিন্তাও তাঁকে মারাত্মকভাবে অবসাদ গ্রস্ত করে তুলেছিল৷ এদিন তাঁর মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত প্রয়াতের স্ত্রী প্রশ্ণ তুলেন, এই মৃত্যুর জন্য কে দায়ি৷
2017-11-10