নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৯ নভেম্বর৷৷ বুধবার বিকাল বেলা থেকে নিখোঁজ দশম পড়ুয়া এক ছাত্রী৷ বাড়ী বিশালগড়ের জাঙ্গালীয়া কলোনী এলাকায়৷ গতকাল বাড়ি থেকে গৃহ শিক্ষকের বাড়ীতে গিয়েছিল৷ বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত্র হয়ে যাওয়াতে সন্দেহ দানা বাঁধে অভিভাবককদের মনে৷ শুরু হয় খোঁজা খুঁজি৷ কিন্তু, কোথাও তাকে পাওয়া যায়নি৷ শেষ পর্যন্ত বাধ্য হয়ে পায়েলের মা বাবা বৃহস্পতিবার বিশালগড় মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করেন৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
2017-11-10