নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): মাত্রাতিরিক্ত ধোঁয়াশা থেকে আপাতত রেহাই নেই দিল্লিবাসীর| মঙ্গলবার, বুধবারের মতো বৃহস্পতিবাও ধোঁয়াশার চাদরে ঘুম ভাঙল রাজধানীর মানুষজনের| এমতাবস্থায় ‘সমস্ত রাজনৈতিক দলকে’ তীব্র ভ্যত্সর্না করল জাতীয় গ্রিন ট্রাইবুনাল| বৃহস্পতিবার সমস্ত রাজনৈতিক দলকে ‘তিরস্কার’ করে জাতীয় গ্রিন ট্রাইবুনাল জানিয়েছে, দূষণের অবস্থা এখন সত্যিই লজ্জাজনক| দিল্লি সরকার ও প্রতিবেশী রাজ্যের সরকারগুলিকে ‘তিরস্কার’ করে জাতীয় গ্রিন ট্রাইবুনাল জানিয়েছে, ‘সমস্ত কনস্টিটিউশনাল কর্তৃপক্ষ নিজেদের কর্তব্য পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে| দূষণের মাত্রা সত্যিই উদ্বেগজনক| এটি স্টেকহোল্ডারদের যৌথ দায়িত্ব|’ জাতীয় গ্রিন ট্রাইবুনাল আরও জানিয়েছে, ‘সংবিধানের ২১ এবং ৪৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সরকারের দায়িত্ব হল জনগণের জন্য পরিষ্কার ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা| জনগণের কাছ থেকে বাঁচার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে|’ আগামী ১৪ নভেম্বর পর্যন্ত দিল্লি এনসিআর-এ নির্মাণ ও শিল্পকর্ম বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে জাতীয় গ্রিন ট্রাইবুনাল|
রাজধানীর বাতাসে এই মুহূর্তে দূষণের পরিমাণ বিপজ্জনক মাত্রা থেকে অনেকটাই বেশি| তাই এদিনও বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল| প্রশাসনের তরফে মানুষজনকে অনুরোধ করা হয়েছে, বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোলেই ভালো| বৃহস্পতিবার ভোর থেকেই ধোঁয়াশায় ঢাকা ছিল রাজধানী| দৃশ্যমানতা সাংঘাতিক হারে কমে যাওয়ায় ধীর গতিতে চলাচল করেছে যানবাহন| মুখে মাস্ক পরে প্রাতঃভ্রমণে বেরোন অনেকেই| ধোঁয়াশার জেরে দিল্লিতে এদিন বাতিল করা হয়েছে ১০টি ট্রেন| ধীরগতিতে চলাচল করেছে ৪১টি ট্রেন এবং সময়সূচি পরিবর্তন করা হয়েছে ৯টি ট্রেনের| মাত্রারিক্তি ধোঁয়াশার কারণে দিল্লি ও পঞ্জাবে আগামী রবিবার পর্যন্ত বন্ধ থাকছে সমস্ত স্কুল|
2017-11-09