রিয়াধ, ৭ নভেম্বর (হি.স.) : দুর্নীতির দায়ে অভিযুক্ত দাগি মন্ত্রীদের সরিয়ে নতুন মন্ত্রীদের নিয়োগ করলেন সৌদি আরবের সুলতান সলমন। এর ফলে দুর্নীতি দায়ে অভিযুক্ত মন্ত্রীদের আর ক্ষমতায় ফেরার রাস্তা রইল না। সোমবার নবনিযুক্ত মন্ত্রীরা শপথ বাক্য পাঠ করেন। দেশের জাতীয় নিরাপত্তা মন্ত্রকে শাহজাদা মিতেব বিন আবদুল্লার জায়গায় এলেন শাহজাদা খালেদ বিন আয়াফ আল–মাকরিন। দেশের নতুন অর্থনীতি এবং যোজনামন্ত্রী হয়েছেন মহম্মদ আল তুয়াজিরি। তিনি আদেল ফাকিয়ের স্থলাভিষিক্ত হয়েছেন।
শপথ বাক্য পাঠের ছবি প্রকাশ করা হয়েছে সৌদি আরবের প্রশাসন। অন্যদিকে সৌদি আরবের রাজপুত্র আলওয়ালিদ বিন তালালের গ্রেফতারের পর এখন সৌদি আরবের অর্থনীতি টলমল।
সূত্রের খবর অনুযায়ী অ্যাপল, টুইটার, সিটি গ্রুপের মতো একগুচ্ছ বহুজাতিক কোম্পানির সঙ্গে ব্যবসায়িক লেনদেন রয়েছে তালালের কিংডম হোল্ডিং কোম্পানি বা কেএইচসি–র। এর ফলে ব্যবসায়িক দিক দিয়ে ক্ষতির মুখে পড়তে পারে সৌদি আরব। কোম্পানির তরফে সাংবাদিকদের দেওয়া এক বিবৃতিতে আশ্বস্ত করে বলা হয়েছে, কর্তৃপক্ষ সরকারের আস্থা ভোটের ফলাফল মেনে নেবে। একইসঙ্গে কোম্পানির অংশীদারদের প্রতিও তারা দায়বদ্ধ। তাই বিনিয়োগ এবং ব্যবসায়িক লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে।