লন্ডন, ৭ নভেম্বর (হি.স.) : ভারত এবং পাকিস্তানের ভিতর উত্তপ্ত পরিস্থিতিতে মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহিদ খাকান আব্বাসি।
পাক প্রধানমন্ত্রী আব্বাসি বলেছেন, ভারত-পাক যুদ্ধটা কোনও পথ নয়। তবে কাশ্মীর সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক উদ্বেগজনকই থাকবে। লন্ডন স্কুল অব ইকনমিক্সের সাউথ এশিয়া সেন্টারে ফিউচার অব পাকিস্তান ২০১৭ শীর্ষক এক আলোচনাসভায় এই মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
পাশাপাশি, পাক প্রধানমন্ত্রী সাহিদ খাকান আব্বাসি এদিন বলেন, স্বাধীন কাশ্মীর নিয়ে একটা ধারণা আছে ঠিকই। তবে এই ধারণার বাস্তব কোনও ভিত্তি নেই। তাছাড়া স্বাধীনতার দাবির পক্ষে তেমন কোনও সমর্থনও নেই।
এদিন লন্ডন স্কুল অব ইকনমিক্সে ৩৫ মিনিট ধরে বক্তব্য পেশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহিদ খাকান আব্বাসি। কাশ্মীর ছাড়াও আন্তর্জাতিক আরও কয়েকটি ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি। তার ভিতর ছিল নওয়াজ শরিফ প্রসঙ্গ থেকে শুরু করে আফগানিস্তান ইস্যুও।
পাকিস্তানের নিজের মাটিতে সন্ত্রাসীদের যে উত্থান তার বিরুদ্ধে পাকিস্তানের লড়াই প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের সেনাদের একটা বড় অংশ এর বিরুদ্ধে লড়ছে। আর এই লড়াইয়ে আমরা জয়ী। পাক প্রধানমন্ত্রী বলেছেন, গোটা পাকিস্তানে ব্যক্তিগত মালিকানায় ০.৫ মিলিয়ন অস্ত্রশস্ত্র রয়েছে। আর গত অন্তবর্তী সরকার নাগরিকদের ৩৫ হাজার স্বয়ংক্রিয় অস্ত্রের লাইসেন্স দিয়েছেন।