পেশোয়ার, ৭ নভেম্বর (হি.স.): উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অস্থায়ী চেকপোস্টে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের গুলিতে প্রাণ হারালেন দু’জন পুলিশ কর্মী| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মালাকান্দ এজেন্সির মারদান জেলায়, শাগো নাকা চেকপোস্টের কাছে একটি গাড়ি আটকান কর্তব্যরত পুলিশ কর্মীরা| গাড়িটিকে আটকানো হয় কারণ, গাড়িটি মারদান জেলায় সীমানায় শাগো নাকা চেকপোস্টের কাছে এসে গিয়েছিল| চেকপোস্টে গাড়িটি থামা মাত্রই অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে| পাল্টা জবাব দেওয়ার সময় পাননি পুলিশ কর্মীরা|
ঘটনাস্থলেই প্রাণ হারান এক জন পুলিশ কর্মী| পরে হাসপাতালে চিকিত্সা চলাকালীন আরও এক জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে| বন্দুকবাজদের হামলার পরই ওই এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী| ততক্ষণে অবশ্য বন্দুকবাজরা পালিয়ে যায়| মৃত পুলিশ কর্মীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| কি কারণে আচমকা এই হামলা, তা নিয়ে রীতিমতো ধন্দে রয়েছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মীরা|