জম্মু, ৬ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের জম্মু জেলায় বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| রবিবার সন্ধ্যায় জম্মু জেলার বিশনাহ এলাকার ভাটিয়ারী থেকে ৪৪,০০০ টাকার জালনোট সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ| ধৃতদের নাম হল, হরমীত সিং, মহিন্দর কুমার ওরফে বাবা এবং রমেশ কুমার ওরফে ডক্টর| তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০০ ও ২০০০ টাকার নোটে ৪৪,০০০ টাকার জালনোট| এই ঘটনায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| জালনোট পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় জম্মু জেলার বিশনাহ এলাকার ভাটিয়ারী থেকে ৪৪,০০০ টাকার জালনোট সহ তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে| তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০০ ও ২০০০ টাকার জালনোট| জালনোট পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, সে বিষয়ে জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা|
2017-11-06