মুজাফফরনগর, ৬ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের শামলি জেলায় রান্নার গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হলেন ৬ জন| রবিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শামলি জেলার গোসঘড় গ্রামের কাছে| অগ্নিদগ্ধ অবস্থায় ৬ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| হাসপাতাল সূত্রের খবর, ৬ জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছে, রবিবার সন্ধ্যায় বাড়িতে খাবার তৈরি করছিলেন রুকমণি নামে এক গৃহবধূ| হঠাত্ই রান্নার গ্যাস লিক করে আগুন ধরে যায়| আগুনের লেলিহান শিখা নেভাতে এসে দগ্ধ হন ৬ জন| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| হাসপাতালের তরফে জানা গিয়েছে, দগ্ধ ৬ জনের অবস্থা সঙ্কটজনক| আপাতত তাঁরা চিকিত্সাধীন|
2017-11-06