দিল্লির বাসভবনে এসে থাকুন, করুণানিধিকে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

চেন্নাই, ৬ নভেম্বর (হি.স.): দীর্ঘ অসুস্থতার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ডিএমকে প্রধান এম করুণানিধি| মঙ্গলবার চেন্নাইতে এম করুণানিধির বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| চেন্নাইয়ের গোপালাপুরমে গিয়ে ৯৩ বছর বয়সি করুণানিধির সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান প্রধানমন্ত্রী| শুধু করুণানিধি নন, তাঁর স্ত্রী দয়ালু আম্মালের সঙ্গে দেখা করে তাঁর শারীরিক স্বাস্থ্যের খোঁজ নেন প্রধানমন্ত্রী| প্রধানমন্ত্রীকে একটি শাল দিয়ে স্বাগত জানান স্ট্যালিন ও করুণানিধির কন্যা তথা রাজ্যসভার সাংসদ কানিমোঝি| উপস্থিত ছিলেন দুরাই মুরুগান ও টিকেএস এলানগোভানের মতো ডিএমকে নেতারাও|
করুণানিধির সঙ্গে দেখা করে এদিন তাঁকে দিল্লির বাসভবনে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ডিএমকে প্রধানকে আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমার দিল্লির বাসভবনে এসে থাকুন ও বিশ্রাম নিন|’ এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডিএমকে প্রধান এম করুণানিধির মধ্যে সাক্ষাতকে ‘রাজনৈতিক’ বলতে নারাজ ডিএমকে| এদিন চেন্নাইয়ের তামিল দৈনিক সংবাদপত্র ডেইলি তান্থির ৭৫ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সংবাদমাধ্যমকে সংবাদ পরিবেশনে আরও গুরুত্ব দেওয়ার আর্জি জানান প্রধানমন্ত্রী|