তেলেঙ্গানায় শক্তিশালী দু’টি ল্যান্ডমাইন বিস্ফোরক উদ্ধার, তদন্ত শুরু করেছে পুলিশ

হায়দরাবাদ, ৬ নভেম্বর (হি.স.): তেলেঙ্গানার ভূপালপল্লি জেলায় দু’টি শক্তিশালী ল্যান্ডমাইন বিস্ফোরক উদ্ধার করল পুলিশ| অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ রাহুল হেগদে জানিয়েছেন, সোমবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ টহল দেওয়ার সময় আব্বাইগুদেম এবং আলুভাকা রাস্তার মাঝে তার দেখতে পান পুলিশ কর্মীরা| ল্যান্ডমাইন সন্দেহে তত্ক্ষণাত্ খবর দেওয়া হয় বম্ব ডিসপোজা স্কোয়াডকে| গোটা এলাকা ঘিরে ফেলার পর দু’টি অ্যালুমিনিয়মের বালতি দেখতে পান পুলিশ কর্মীরা| ওই বালতি থেকে উদ্ধার হয় ২৫ কেজি ওজনের বিস্ফোরক এবং ডিটোনেটর|
পরে বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা উদ্ধার হওয়া ল্যান্ডমাইন বিস্ফোরক দু’টি নিষ্ক্রিয় করেন| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভয়াবহ হামলা চালানোর উদ্দেশে মাওবাদীরা বিস্ফোরক দু’টি ওই স্থানে রেখে গিয়েছে| সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|