নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ নিখোঁজ গাড়ি চালক জীবন দেবনাথের মৃতদেহ উদ্ধারের সাথে সাথেই রাজনৈতিক কাদা ছুড়াছুড়ি শুরু হয়ে গিয়েছে৷ শাসক ও বিরোধী দলের মধ্যে পরষ্পরকে অভিযোগ করা হচ্ছে৷ সবাই একই অভিযোগ করছেন রাজনৈতিক স্বার্থেই এইসব ঘটনা সংগঠিত করা হচ্ছে৷ তরুন সাংবাদিক শান্তনু ভৌমিক এবং গাড়ি চালক জীবন দেবনাথ হত্যাকান্ডকে রাজনৈতিক লাভালাভের ষড়যন্ত্র বলে মন্তব্য করল বিজেপি রাজ্য কমিটি৷
দলের পক্ষ থেকে শনিবার এক বিবৃতিতেবলা হয়েছে, ৪৭ দিন আগে অপহৃত নিখোঁজ গাড়ির চালক জীবন দেবনাথের মৃতদেহ খুমুলুঙ-এ রাধাপুর গ্রাম পঞ্চায়েতের সুখিয়া কোবরা পাড়া থেকে শনিবার উদ্ধার করা হয় এবং পরবর্তী সময়ে এই মৃতদেহ জীবন দেবনাথের পরিবারের সদস্যরা শনাক্ত করে৷ বরাবরের মতই নির্বাচনের প্রাক্কালে খুন-সন্ত্রাসের রাজনীতি করে বিভাজনের মাধ্যমে শাসক দলের রাজনৈতিক লাভালাভের ষড়যন্ত্রের উদাহরণ হচ্ছে তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক ও গাড়ির চালক জীবন দেবনাথের হত্যাকান্ড৷ ত্রিপুরা প্রদেশ বিজেপি তার তীব্র ভাষায় নিন্দা জানিয়ে জনগণকে এই অপচেষ্টার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানায়৷
ত্রিপুরা প্রদেশ বিজেপি জীবন দেবনাথের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এবং শান্তনু ভৌমিক হত্যাকান্ডের মত জীবন দেবনাথের হত্যার রহস্য ও উদ্দ্যেশ্য উন্মোচনে সিবিআই তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী সহ রাজ্য সরকারকে জীবন দেবনাথের পরিবারকে দশ লক্ষ টাকা নগদ ও সরকারী চাকুরীর দাবী জানায়৷
2017-11-05