মোটর শ্রমিক জীবনের মৃতদেহ উদ্ধার হতেই আইপিএফটির এন সি গোষ্ঠীকে বিঁধল সিপিআইএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ নিখোঁজ মোটর শ্রমিক জীবন দেবনাথকে আইপিএফটির এন সি গোষ্ঠীর কর্মীরা খুন করেছে বলে গুরুতর অভিযোগ করল সিপিআই(এম) রাজ্য কমিটি৷ দলের পক্ষ থেকে শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, তরুণ মোটর শ্রমিক জীবন দেবনাথকে আই পি এফ টি’র (এন সি গোষ্ঠীর) ঘাতক বাহিনী কর্তৃক অপহরণ, হত্যা, প্রমাণ লোপাটে মৃতদেহ গুম করে রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সি পি আই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী৷
গত ২০ সেপ্ঢেম্বর সজ্জন কুমার নামে সাংবাদিক বলে পরিচয় দেয়া এক ব্যক্তি এবং সিমনা বিধানসভা কেন্দ্র এলাকার আই পি এফ টি কর্মী বিশ্বজিৎ দেববর্মা তাদের ভাড়া নেয়া গাড়ির চালক জীবন দেবনাথকে নিয়ে আগরতলা থেকে বিশ্রামগঞ্জ এবং সেখান থেকে জম্পুইজলা হয়ে এ ডি সি সদর দপ্তর খুমুলুঙ এ এলে আই পি এফ টি’র ঘাতকরা গাড়িটি আটক করে ড্রাইভার জীবন দেবনাথকে ধরে নিয়ে গিয়ে খুন করে ফেলে এবং মৃতদেহটি গুম করে ফেলে৷ এই খুন ও গুম করার অপরাধের ঘটনায় অভিযুক্ত দু’জন আই পি এফ টি কর্মীর দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আজ দক্ষিণ রাধাপুর এ ডি সি ভিলেজের সুখিয়া কবরা পাড়ায় একটি লুঙ্গায় মাটি খুঁড়ে জীবন দেবনাথের গলিত লাশ উদ্ধার করে৷ জীবন দেবনাথের বাবা ও ভাই দেহটি’র সাথে পাওয়া কাপড় চোপড় দেখে লাশটি জীবন দেবনাথের বলে শনাক্ত করেছেন৷ গত প্রায় দেড় মাস ধরে পুলিশ জীবন দেবনাথের গুম করা লাশটি খঁুজে বের করতে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছিল৷ পুলিশ হেপাজতে নেয়া আই পি এফ টি’র দুই দুর্বৃত্ত এর আগে পুলিশকে বার বার মিথ্যা খবর দিয়ে বিভ্রান্ত করে আসছিল৷ গতকালও আই পি এফ টি’র নেতারা খুমুলুঙ এ একটি জমায়েত করে এ ডি সি সি’র অতিরিক্ত মুখ্য নির্বাহী অফিসারের কাছে ডেপুটেশন দিয়ে পুলিশ জীবন দেবনাথের লাশ খোঁজার নামে তাদের কর্মীদের হয়রানি করছে এবং মাটি খুঁড়ে মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ এনে তাদের জঘন্য অপরাধ আড়ালের চেষ্টা করে৷
গত ২০ সেপ্ঢেম্বর আই পি এফ টি’র ঘাতক বাহিনী মোটর শ্রমিক জীবন দেবনাথকে অপহরণ করে হত্যার পাশাপাশি রাধাপুর থানা আক্রমণের চেষ্টা করে, পুলিশের পদস্থ অফিসারদের উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ সংগঠিত করে৷ উল্লেখ করা যেতে পারে, শান্তি-সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রে সেই ২০ সেপ্ঢেম্বর আই পি এফ টি মান্দাই এ হিংস্র আক্রমণ এবং তরুণ টেলিভিশন সাংবাদিক শান্তনু ভৌমিককে নৃশংসভাবে হত্যা করেছিল৷
রাজ্য সম্পাদকমন্ডলী জীবন দেবনাথের মা বাবা সহ শোকার্ত পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করে৷ গুম করে রাখা লাশটি উদ্ধারে সমর্থ হওয়ায় পুলিশ দপ্তরের কাজে সন্তোষ প্রকাশ করছে৷ জীবন দেবনাথ এবং শান্তনু ভৌমিককে হত্যায় জড়িত বাকি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দ্রুততার সাথে তদন্ত শেষ করে অপরাধীদের বিচারের জন্য সোর্পদ করতে দাবি জানাচ্ছে৷