উনা, ৪ নভেম্বর(হি.স.): হিমাচলপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের উন্নয়নের জন্যে কাজ করা হবে। এই প্রতিশ্রুতি দিলেন রাজ্য বিজেপির সভাপতি সতপাল সাট্টি। কংগ্রেসের তরফে একই প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস প্রার্থী সতপাল রাইজাদা। প্রসঙ্গত, ২০১২ সালের নির্বাচনে বিজেপি প্রার্থী সতপাল সাট্টির বিরুদ্ধে নির্বাচনে লড়েন কংগ্রেস প্রার্থী সতপাল রাইজাদা। তবে সেবার পরাজিত হন রাইজাদা।
এদিকে কংগ্রেসকে আক্রমণ করে বিজেপি প্রার্থী সতপাল সাট্টি বলেছেন, কংগ্রেস রাজ্যে লুঠপাট চালাচ্ছে। রাজ্য জুড়ে চলছে দুর্নীতি। রাজ্যজুড়ে চলছে মাফিয়ারাজ। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যবাসীকে স্বচ্ছ প্রশাসন উপহার দেবে।
অন্যদিকে, কংগ্রেস প্রার্থী রাইজাদা বলেছেন, গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সাট্টি জিতলেও তিনি মানুষের প্রত্যাশাপূরণে ব্যর্থ। কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এলে রাজ্যের উন্নয়নের জন্যে কাজ করবে।
2017-11-04