নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ আগরতলা সরকারী মেডিকেল কলেজে সদ্যোজাত এক শিশু বদলের ঘটনার অভিযোগ উঠেছে৷ এক দম্পতি অভিযোগ করেছেন হাসপাতাল থেকে শিশুটিকে বদল করা হয়েছে৷ এই ব্যাপারে ঐ দম্পতি পূর্ব আগরতলা মহিলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন৷ এই ব্যাপারে একটি মামলা নিয়েছে পুলিশ৷ মামলার নম্বর ৮২/১৭৷ মামলাটি হয়েছে ভারতীয় দন্ডবিধির ৪১৯/৩৪ ধারায়৷ মামলায় অভিযুক্ত করা হয়েছে বিশ্বজিৎ বিশ্বাস, রামু দত্ত, বিশু দত্ত নামে তিনজনকে৷ পুলিশ মামলা নিলেও অভিযুক্তদের গ্রেপ্তারের কোন খবর নেই৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে রীতিমতো উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷
2017-11-04