উজালার আবেদনপত্র নিচ্ছে বিজেপি, প্রতিবাদ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ প্রধানমন্ত্রী উজালা যোজনায় গ্যাস বিলির আবেদনপত্র জমা নিচ্ছে বিজেপি কর্মীরা৷ এর প্রতিবাদ জানিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা৷ অবিলম্বে প্রশাসনিক ভাবে ভর্তুকিতে গ্যাস সংযোগ দেবার দাবীও জানিয়েছেন তিনি৷ অভিযোগ করেন, বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থে একাজ করে চলেছে৷ যা প্রশাসনকে করা উচিৎ৷
কৈলাসহর কংগ্রেস ভবনে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এক মাসব্যাপী কংগ্রেসের পদযাত্রা চলছে৷ মানুষের দুঃখ দুর্দশারও খোঁজ খবর নিচ্ছেন কংগ্রেস নেতা কর্মীরা৷ জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান জানান, নোটবন্দির দিন তথা আট নভেম্বর কালো দিবস পালন হবে কৈলাসহরেও৷ হবে সমাবেশ৷ এই সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুলও দাহ করা হবে৷ এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিসিসির সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য, ব্লক যুব কংগ্রেস সভাপতি রুণু মিয়া প্রমুখ৷