শ্রীনগর, ৩ নভেম্বর (হি.স.): কাশ্মীরে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গে শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর ভিক্টোর ফোর্সের প্রধান মেজর জেনারেল বিএস রাজু জানিয়েছেন, গত ছয় মাসে ৮০ জন পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের খতম করেছে সেনাবাহিনী। পাশাপাশি তিনি দাবি করেছেন, এখনও দক্ষিণ কাশ্মীরে ১১৫ জন জঙ্গি উপস্থিতির খবর ভারতীয় সেনার কাছে রয়েছে। এই ১১৫ জনের মধ্যে আনুমানিক ১৫ জন পাকিস্তান থেকে আসা জঙ্গি এবং বাকি ৯৯ জন স্থানীয় জঙ্গি।
অন্যদিকে, জঙ্গিদের প্ররোচনায় কান না দেওয়ার জন্য কাশ্মীরি যুবকদের কাছে অনুরোধ করেন তিনি। যেসব কাশ্মীরি সন্ত্রাসবাদী সংগঠনে নাম লিখিয়েছে তারা যদি আত্মসমর্পণ করতে চায় তবে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে তাদের পুর্নবাসন দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।
2017-11-03