হিমাচল প্রদেশ, ২ নভেম্বর (হি.স.): আগামী ৯ই নভেম্বর হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন৷ হাতে আর মাত্র সাত দিন সময়৷ তাই প্রচারে ঝাপিয়ে পড়েছে সব রাজনৈতিক দল৷ হিমাচল প্রদেশে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি৷ সেই আত্মবিশ্বাসই ধরা পড়ল প্রধানমন্ত্রীর বক্তব্যেও৷ এদিন কাংরার এক জনসভাতে প্রথম নির্বাচনী প্রচারে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ পাহাড়ি রাজ্যে এসে কংগ্রেস মুক্ত হিমাচল প্রদেশ গড়ার ডাক দেন তিনি৷ সেই চেনা মেজাজে কংগ্রেসকে বিঁধলেন তিনি৷ রাজ্যবাসীর কাছে তার আবেদন, পরিবারতন্ত্র, দুর্নীতি ও জাতপাতের হাত থেকে হিমাচলকে বাঁচান৷ এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী বলেন, এখানে এবার বিজেপি ক্ষমতায় আসতে চলেছে৷ বিজেপির প্রতি আপনাদের ভালোবাসা দেখে তা বুঝলাম৷ আমি এখানে এসে প্রচার না করলেও দল ক্ষমতায় আসছে৷ মানুষ স্থানীয় বিজেপি নেতাদের এত ভালোবাসে যে এখানে আমার আসার কোন দরকার ছিল না৷ এদিন হিমাচলে নির্বাচনী প্রচার সেরে গুজরাতে উড়ে যান মোদী৷ সেখানে আগামী মাসে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন৷
কংগ্রেসকে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, দলটি এখন লাফিং ক্লাবে পরিণত হয়েছে৷ এখানে পাঁচটি মাফিয়া রাজ চলছে৷ মাইনিং মাফিয়া, ফরেস্ট মাফিয়া, ড্রাগ মাফিয়া, টেন্ডার মাফিয়া আর ট্রান্সফার মাফিয়া৷ সরকার কোন ভালো কাজ করলেও কংগ্রেস নেতারা তা নিয়ে প্রশ্ন করে৷ সারা দেশে দেখেছে ডোকালাম সমস্যার সমাধান কিভাবে করা হয়েছে৷ কিন্তু কংগ্রেস নেতাদের মধ্যে এখনও সন্দেহ আছে৷ তারা এখনও প্রশ্ন তোলে৷ রাহুল গান্ধীর নাম না করেও তাকে চিমটি কেটে মোদী বলেন, একজন ব্যক্তি, যিনি এমন এক পরিবারে জন্মেছেন যারা দশকের পর দশক দেশ শাসন করে গিয়েছে, তার এই দেশের সেনাবাহিনী ও ইনটেলিজেন্স সংস্থার উপর ভরসা নেই৷ তিনি চিনা কূটনীতিকের সঙ্গে দেখা করে ডোকালাম নিয়ে আলোচনা করে এলেন৷ প্রসঙ্গত, চলতি বছর জুলাই মাসে ডোকালাম সমস্যা চলাকালীন চিনা রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী৷ প্রথমে কংগ্রেস এরকম কোন মিটিংয়ের কথা অস্বীকার করলেও, পরে তারা স্বীকার করে নেয়৷
2017-11-03