নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগের সময় আরও তিন মাস বাড়ানো হল। শীর্ষ আদালতে পেশ করা একটি এফিডেফিটে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারের সময়সীমা বাড়িয়ে করা হল আগামী ৩১ মার্চ।
শীর্ষ আদালতে পেশ করা ওই এফিডেফিটে কেন্দ্র জানিয়েছে, ৩১ মার্চের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার যুক্ত না করা হলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাতিল হবে না। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হলে প্রমাণপত্র হিসাবে আধার দাখিল করতে হবে।
অন্যদিকে, ৬ ফেব্রুয়ারির মধ্যে মোবাইল নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগ করাতে হবে। ই – কেওয়াইসি যাচাইয়ের জন্যে এই পদ্ধতি চালু করতে চলেছে কেন্দ্র।
2017-11-03