কলকাতা, ৩ নভেম্বর (হি.স.) : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণের মামলায় সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আগাম জামিন মঞ্জুর করল আদালত। শুক্রবার বালুরঘাট আদালত ঋতব্রতর আগাম জামিন মঞ্জুর করে৷ এদিন বালুরঘাটআদালতের বিচারক সুদেব মিত্র ঋতব্রতকে পাঁচ সপ্তাহের মধ্যে জেলার নিম্ন আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷ মামলার শুনানিতে বিচারক জানান, যা কিছু ঘটেছে তাতে উভয়পক্ষের সহমত ছিল৷
2017-11-03