প্যারিস, ৩ নভেম্বর (হি.স.) : প্যারিস মাস্টার্স খেতাব জয়ের দিকে আরও একধাপ এগোলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। বৃহস্পতিবার তিনি উরুগুয়ের পাবলো কুয়েভাসকে পরাস্ত করেন। ম্যাচের ফল ৬-৩, ৬-৭ (৫), ৬-৩। বছরের শেষে ক্রমতালিকায় তিনি শীর্ষে থাকবে, এটা কার্যত প্রতিজ্ঞা করে ফেলেছেন নাদাল। বৃহস্পতিবার কুয়েভাসকে পরাস্ত করতে তাঁকে বেশ ঘাম ঝরাতে হয়। কোয়ার্টার ফাইনালে তাঁকে সার্বিয়ার টেনিস তারকা ফিলিপ ক্রাঞ্জিনোভিকের মুখোমুখি হতে হবে।
ম্যাচের শেষে নাদাল বললেন, “লম্বা একটা বছর কাটতে চলেছে। আমার কাছে এটা সাফল্যের বছর। প্রতিটা ঘটনা নিয়েই আমি খুব খুশি।” প্রসঙ্গত, চলতি বছর নাদাল ফরাসি ওপেন এবং অ্যামেরিকা ওপেন জয় করেছেন। তিনি আরও বললেন, “সারা বছর ধরে আমি টানা খেলে গেছি। ফলে এটা খুব স্বাভাবিক যে শরীরে কিছু সমস্যা তৈরি হয়েছে। আশা করছি, খুব তাড়াতাড়ি সেটা কাটিয়ে উঠতে পারব।”
2017-11-03