লাদাখ, ৩ নভেম্বর (হি.স.) : চিনের সঙ্গে টক্কর দিতে ঢেলে সাজানো হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলের পরিকাঠামো। সেই সূত্রে বর্ডার রোডস অর্গানাইজেশন তরফ থেকে মোটরচালিত বিশ্বের উচ্চতম সড়ক নির্মাণ করা হয়েছে। এর ফলে খুব সহজেই সীমান্তবর্তী অঞ্চলগুলিকে টহল দিতে পারবে সেনাবাহিনী। একই সঙ্গে উন্নত হল সীমান্তবর্তী অঞ্চলের সড়ক যোগাযোগ। বর্ডার রোডস অর্গানাইজেশন তরফে জানানো হয়েছে ‘প্রজেক্ট হিমাঙ্ক’ এর অধীনে এই সড়ক নির্মাণ করা হয়েছে। এর ফলে কাশ্মীরের লেহ থেকে ২৩০ কিলোমিটার দূরে থাকা হানলে, চিসমলে, দেমচোক গ্রামগুলি যুক্ত করা হয়েছে।
এই বিষয়ে প্রজেক্ট হিমাঙ্ক-এর প্রধান ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার ডিএম পুরবীমঠ জানান, ১৯,৩০০ ফুট উচ্চতায় সড়ক তৈরি করা রীতিমতো ঝুঁকিপূর্ণ৷ সড়ক তৈরির ক্ষেত্রে এই স্থানের জলবায়ু সর্বদা প্রতিকূল পরিস্থিতিই সৃষ্টি করেছে৷ ব্রিগেডিয়ার আরও বলেন গরমের সময় ওই এলাকার তাপমাত্রা মাইনাস ১৫-২০ ডিগ্রী সেলসিয়াস থাকে অন্যদিকে শীতে তাপমাত্রা নেমে যায় মাইনাস ৪০ ডিগ্রী। অন্যান্য এলাকা থেকে ৫০ শতাংশ কম পরিমাণ অক্সিজেন থাকে এই অঞ্চলে।
উল্লেখ্য ডোকলামে উত্তেজনার পর থেকে ভারতের প্রতিরক্ষাকে ঢেলে সাজাতে কেন্দ্রীয় সরকার। সেই সূত্রে ঢেলে সাজান হচ্ছে সীমান্তবর্তী এলাকা যোগাযোগ ব্যবস্থা।
2017-11-03