কাশ্মীরে পাঁচ গ্রাম ব্রাউন সুগারসহ ধৃত এক ব্যক্তি

শ্রীনগর, ৩ নভেম্বর (হি.স.) : পাঁচ গ্রাম ব্রাউন সুগারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্জ জেলার বাফলিয়াজ এলাকার ফাজালাবাদ রোড থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানানো হয়েছে জাফর হুসেন ওই ব্যক্তির কাছ থেকে ৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনা গোটা পুঞ্জ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর পেছনে কোন বড় র্যকেট রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।