বেঙ্গালুরু, ৩ নভেম্বর (হি.স.) : কর্ণাটকে মেরুকরণের রাজনীতি করছেন বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ। এমনি অভিযোগ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। নজিরবিহীন ভাবে বিজেপি সভাপতির বিরুদ্ধে তোপ দেগে সিদ্দারামাইয়া দাবি করেছেন কর্ণাটক রাজ্য সম্পর্কে একেবারে অজ্ঞ বিজেপি সভাপতি।পাশাপাশি বিজেপি সভাপতিকে পর্যটক হিসেবে অবিহিত করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য বৃহস্পতিবার কর্ণাটকে একটি রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখতে কর্ণাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে তোপ দেগে অমিত শাহ বলেন রাজ্যে সরকার তোষণের রাজনীতি করছে। তাই ‘কন্নড় রাজোৎসব’ যেটা বড় করে আয়োজন করার কথা ছিল তা না করে ভোটব্যাঙ্ক পলিটিক্সের জন্য টিপু জয়ন্তী পালন করছে কংগ্রেস সরকার।
2017-11-03