করেসপন্ডেন্স কোর্সের মাধ্যমে প্রযুক্তিগত শিক্ষা দেওয়া যাবে না : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.) : দূরশিক্ষা বা করেসপন্ডেন্স কোর্সের মাধ্যমে দেওয়া যাবে না কোন প্রযুক্তিগত শিক্ষা। শুক্রবার এমনি নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট। এর ফলে আগামীদিনে ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিষয়গুলি দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান দূরশিক্ষা বা করেসপন্ডেন্স কোর্সের মাধ্যমে পড়াতে পারবে না।
উল্লেখ্য এই বিষয়ে দুই বছর আগে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট একটি মামলায় রায় দানের সময় জানিয়েছিল পূর্ণ সময়ের জন্য ‘কম্পিউটার সায়েন্স’ ডিগ্রি সঙ্গে দূরশিক্ষার মাধ্যমে ‘কম্পিউটার সায়েন্স’ ডিগ্রির একই মান হতে পারে না। অন্যদিকে শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশিকা জারি করার সময় জানায় দূরশিক্ষার মাধ্যমে এইসব বিষয়ে শিক্ষা দেওয়া সম্ভব নয়।