আসামে পাচারকালে ২৭ লক্ষ টাকার গাঁজা উদ্ধার পানিসাগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ গোপন সূত্রের ভিত্তিতে আসামীগামী একটি গাড়িতে তল্লাসী চালিয়ে বিএসএফ জওয়ানরা বিস্তর পরিমাণে

পানিসাগরে উদ্ধার করা হয় বিস্তর পরিমান গাঁজা৷

শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে৷ উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২৭ লক্ষ ৮২ হাজার টাকা৷ ঘটনা পানিসাগরে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, বিএসএফের ৫৫ নম্বর ব্যাটেলিয়ানের পানিসাগর ক্যাম্পের কমান্ডেন্টের কাছে গোপন খবর আসে যে একটি টাটা ৪০৭ গাড়িতে করে আগরতলা থেকে প্রচুর পরিমানে গাঁজা আসামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে৷ সেই সূত্রের খবরের ভিত্তিতে বিএসএফ জওয়ানরা পানিসাগর এলাকয় উঁৎ পেতে থাকে৷ এদিন দুপুর সোয়া দুইটা নাগাদ এএস-০১-সিসি-৪৮০০ নম্বরের একটি গাড়িকে দেখে জওয়ানদের সন্দেহ হয়৷ জওয়ানরা গাড়িটি থামানোর জন্য চালককে সিগন্যাল দেয়৷ কিন্তু, চালক গাড়ি না থামিয়ে দ্রুত বেগে নিয়ে পালিয়ে যায়৷ জওয়ানরা পিছু ধাওয়া করে৷ অনেকটা দূর যাওয়ার পর পানিসাগর রেল স্টেশনের কাছে বিলথৈ এলাকায় গিয়ে চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়৷ বিএসএফ জওয়ানরা গাড়িটি আটক করে৷ তাতে তল্লাসী চালিয়ে ১৫টি ব্যাগে রাখা গাঁজা বাজেয়াপ্ত করে৷ বড় মাপের ব্যাগগুলি অত্যন্ত কৌশলে গাড়ির পেছনের অংশে লুকিয়ে রাখা হয়েছিল পাটাতনের নীচে৷ পরে জওয়ানরা পানিসাগর থানায় খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ গাড়িসহ গাঁজা পানিসাগর থানায় নিয়ে যাওয়া হয়৷ পুলিশ গাড়ি থেকে আরও দুটি নম্বরপ্লেট বাজেয়াপ্ত করেছে৷ এই নম্বরপ্লেটগুলি হল টিআর-০১-জি-১৭২৩ এবং এমএল-১০-১৩৮৮৷ পুলিশ জানিয়েছে ভূয়ো নম্বর প্লেট লাগিয়ে এই গাড়িটি করে নেশাসামগ্রী চোরাচালান করা হয়৷