কলোরাডোয় বন্দুকবাজের হামলায় মৃত বেড়ে ৩

ডেনভার, ২ নভেম্বর (হি.স.) : নিউইউর্কের লোয়ার ম্যাহ্যাটনে সন্ত্রাসবাদী হামলার রেশ কাটতে না কাটতে ফের আক্রান্ত আমেরিকা। এবারের ঘটনাস্থল কলোরাডো প্রদেশ। সেখানকার ডেনভার শহর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত থর্নটন এলাকায় স্থানীয় সময় সন্ধ্যে ৭:৩০ নাগাদ বহুজাতিক বিপণি সংস্থা ওয়ালমার্টে ঢুকে এলোপাথারি গুলি চালায় আততায়ীরা। এই হামলায় আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে সেখানে ৩ জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শীদের মতে এই হামলা ৩০ রাউন্ড গুলি চালিয়েছে আততায়ীরা। কিন্তু কতজন বন্দুকবাজ ওয়ালমার্টে ঢুকে এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। এটি কোন সন্ত্রাসবাদী হানা কিনা সেই বিষয়েও কোন স্পষ্ট বিবৃতি স্থানীয় পুলিশ প্রশাসন থেকে পাওয়া যায়নি। ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ। এই হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।