বরেলি (উত্তর প্রদেশ), ২ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বরেলিতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন বাইক আরোহী বাবা ও ছেলে| বুধবার দুর্ঘটনাটি ঘটেছে বরেলি জেলার নবাবগঞ্জ এলাকায়| মৃতদের নাম হল, ঠাকুর দাস (৪৫) ও তাঁর ছেলে কমলেশ| ঘাতক ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ|
বৃহস্পতিবার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বুধবার মোটরবাইকে চেপে যাচ্ছিলেন কমলেশ ও তাঁর বাবা| নবাবগঞ্জ এলাকায় বাইকে ধাক্কা মারে একটি ট্রাক| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ঠাকুর দাস ও তাঁর ছেলে কমলেশ-এর| গ্রেফতার করা হয়েছে ট্রাকের চালক ও খালাসিকে|
2017-11-02