বারনাওয়া, ২ নভেম্বর (হি.স.) : গ্রামবাসীদের দাবি মেনে ভারতীয় মহাকাব্য মহাভারতে বর্ণিত পাণ্ডবদের জতুগৃহর খোঁজে নামল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই বিষয়ে এএসআই ডিকেক্টর জিতেন্দ্র নাথ জানিয়েছেন প্রস্তাব খতিয়ে দেখেই খননের অনুমতি দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী লালকেল্লার আর্কিওলজিক্যাল ইনস্টিটিউট এবং আর্কিওলজিক্যাল সার্ভের অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে এই খনন কাজ চলবে।
উল্লেখ্য উত্তরপ্রদেশের বাঘপত জেলার বারনাওয়া এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিল মহাভারতে বর্ণিত জতুগৃহ এবং তার সঙ্গে সুড়ঙ্গ যা দিয়ে পাণ্ডবেরা পালিয়ে ছিল তা তাদের গ্রামেই রয়েছে। এবার গ্রামবাসীদের সেই দাবি মেনে খননের কাজ শুরু করবে ভারতের প্রত্নতত্ত বিভাগ। মহাভারত অনুসারে লাক্ষাগৃহ ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কৌরবদের হাত থেকে বাঁচতে সুড়ন্ত দিয়ে পালিয়েছিলেন পাণ্ডবরা।
2017-11-02