সিপিএম-বিজেপির রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত মেঘলীপাড়া, আহত কুড়িজন, বাড়িঘরে হামলা, পার্টি অফিসে ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল রানীরবাজারের মেঘলীপাড়ার বেলমুড়া এলাকা৷ ঘটনা বুধবার সন্ধ্যায়৷ সিপিএম এবং বিজেপির মধ্যে এই সংঘর্ষে উভয় দলের কর্ম সমর্থকরাই রক্তাক্ত হয়েছে৷ বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে৷ মোটরবাইকেও ভাঙচুর চালানো হয়েছে৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ অতিরিক্ত পুলিশ বাহিনী ও টিএসআর মোতায়েন করা হয়েছে ঐ এলাকায়৷ পশ্চিম জেলার পদস্থ পুলিশ আধিকারীকরা ঘটনাস্থলে গিয়েছেন৷ খবর লেখা পর্যন্ত ঐ এলাকায় উভয় দলের কর্মী সমর্থকরা ক্ষুব্ধ হয়ে রয়েছেন৷ যেকোন সময় আরও উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকালে বেলমুড়া এলাকায় বিজেপির একটি সভা অনুষ্ঠিত হয়৷ ঐ সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব সহ রাজ্যস্তরীয় নেতারা৷ সভায় সিপিএমের লোক্যাল কমিটির সদস্য, নির্বাচিত জনপ্রতিনিধ সহ বিভিন্ন দলের মোট ১৮৩ পরিবার বিজেপিতে যোগদান করে৷ যোগদান সভায় আসার সময় বিজেপির মিছিলে সিপিএম কর্মীরা ঢিল ছঁুড়ে৷ তাতে কয়েকজন অল্পবিস্তর আহত হয়৷ এই বিষয় বিজেপি রাজ্য সভাপতির গোচরে নেওয়া হয়৷ তিনি সাথে সাথেই পুলিশ প্রশাসনকে বলেন যাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়৷
সভা যথারীতি চলে৷ সভার কাজ প্রায় শেষ লগ্ণে৷ তখন বিজেপি রাজ্য সভাপতি সেখান থেকে চলে আসেন৷ সভায় অংশগ্রহণকারী বিশেষ করে সিপিএম ছেড়ে যেসব পরিবারের সদস্যরা বিজেপিতে এদিন যোগদান করেছেন তাদেরকে সিপিএম ক্যাডাররা নানা ধরনের হুমকি দিতে থাকে৷ এই হুমকির বিষয়টি বিজেপি কর্মা সমর্থকরা জানতে পেরে আশেপাশের বিভিন্ন মন্ডলে খবরে দেওয়া হয়৷ কিছুক্ষণের মধ্যেই প্রচুর সংখ্যায় বিজেপি কর্মী সেখানে পৌঁছে যায়৷

এদিকে, বিজেপি কর্মীদের সেখানে পৌঁছতে দেখে সিপিএম কর্মীরাও আশেপাশের সমস্ত অঞ্চল কমিটিতে খবর দিয়ে দেয়৷ সিপিএমেরও কর্মীরা সেখানে পৌঁছে যায়৷ দুই দলেরই প্রচুর সংখ্যায় কর্মী সেখানে৷ কিছুক্ষণের মধ্যে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে৷
বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে এই দলের প্রায় কুড়ি জন আহত হয়েছেন৷ সাতটি বাইক ভাঙচুর করা হয়েছে৷ দলে নবাগতদের বাড়িতে হামলা চালানো হয়েছে৷ ভাঙচুর করা হয়৷ অন্যদিকে, সিপিএমের তরফ থেকে অভিযোগ করা হয়েছে তাদের দলের বেশ কয়েকজনকে বিজেপি কর্মীরা মারধর করেছে৷ তাদের পার্টি অফিসেও ভাঙচুর করা হয়েছে৷ এদিকে, ঘটনাস্থল থেকে আহতদের মধ্যে কয়েকজনকে রানীরবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ঘটনার খবর পেয়ে রানীরবাজার থানা থেকে আরও পুলিশ ও টিএসআর জওয়ান সেখানে মোতায়েন করা হয়৷ উত্তেজনা বিরাজ করছে৷