নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ আসাম রাইফেলস-এর উদ্যোগে ভারত-বাংলাদেশ ও মায়ানমার -এই তিনটি দেশের মধ্যে সংহতি ও ঐতিহ্যকে আরও বেশী করে শক্তিশালী ও মজবুত করে তোলার উদ্দেশ্য আয়োজিত ত্রিদেশীয় মোটর সাইকেল অভিযানটি আজ বাংলাদেশ থেকে আখাউরা হয়ে ত্রিপুরায় প্রবেশ করে৷ এই অভিযান দলটিকে অভিনন্দন জানানোর জন্য আজ সন্ধ্যায় আসাম রাইফেলস-এর ২১ সেকটরা হেডকোয়ার্টারের উদ্যোগে আসাম রাইফেলস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
অনুষ্ঠানে এই অভিযানে দলের ৩৩ জন সদস্যকে রাজ্যে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ভারত – বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে সম্পর্ক সংহতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করে তোলার ক্ষেত্রে আসাম রাইফেলস এর এই উদ্যোগ প্রশংসনীয় ও সময়োপযোগী৷ এই অভিযানের মধ্য দিয়ে অভিযান দলের সদস্যগণ এই তিনটি দেশের সংসৃকতি নিজেদের মধ্যে আদান প্রদান সহ অন্যান্য বিষয়ে অবহিত হতে পারবেন এবং পরবর্তীতে তা অন্যান্যদের সাথে বিনিময় করতে পারবেন৷ মুখ্যমন্ত্রী শ্রী সরকার বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক খুব জরুরী৷ সেদিক দিয়ে এই অভিযানটি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক আরও বেশী মজবুত করে তুলবে৷ পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের সংসৃকতি ও জনগণের সাথে পরিচিত হতে পারবেন৷ যা আমাদের জাতীয় সংহতি ও ঐক্যকে আরও মজবুত করে তুলবে৷ মুখ্যমন্ত্রী শ্রী সরকার দেশের চলমান পরিস্থিতির বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে বলেন, দেশের একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে অশান্তির সৃষ্টির চেষ্টা করছে৷ এটা চলতে দেওয়া যেতে পারেনা৷ কারণ রাষ্ট্রের কোন ধর্ম থাকতে পারে না৷ ধর্ম ব্যক্তিগত বিষয়৷ অনুষ্ঠানে বিগ্রেডিয়ার অশ্বিনী নায়ার সহ বাহিনীর অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷
এই অভিযান দলটি কর্ণেল পিত্যুষ এর নেতৃত্বে ৩০ অক্টোবর মেঘালয়ের রাজধানী শিলং থেকে শুরু করে বাংলাদেশের সিলেট হয়ে আজ আখাউরা হয়ে আগরতলায় পৌঁছায়৷ আগামীকাল উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য হয়ে মায়ানমারের উদ্দেশ্যে রওনা দেবে৷ মোট ১৭দিনে এই অভিযানটি সম্পন্ন হবে৷ অনুষ্ঠানে আসাম রাইফেলস পাবলিক সুকল ও ফার্নান্ডুর ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশন করেন৷ অনুষ্ঠানে অভিযান দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে স্মারক উপহার প্রদান করা হয়৷