নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ সারা দেশের সাথে আজ রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত হয়৷ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনকে স্মরণ করে এই দিনটিতে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে উদযাপন করা হয়৷ রাজ্যের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে৷ এই দিবস উদযাপনের অঙ্গ হিসেবে এক সেমিনার আয়োজিত হয়৷ সেমিনারে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজ্যপাল তথাগত রায় দেশের একতা, অখন্ডতা ও সংহতিকে আরও বেশি করে মজবুত ও শক্তিশালী করে তোলার উপর গুরুত্বারোপ করেন এবং এই দিনটি উদযাপনের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, ভারতের স্বাধীনতার তৎকালীন সময়ে কম বেশী ৫০০ এর অধিক ছোট ছোট দেশীয় রাজন্য শাসিত রাজ্যগুলিকে ছকত্রিত করে স্বাধীন ভারতের সাথে অন্তভুক্তি করার ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান দেশবাসী কোনওদিন ভুলবে না৷ তাঁকে চিরদিন স্মরণ করবে৷ তৎকালীন সময়ে তিনি যদি এই কাজটি না করে যেতেন তাহলে আজকের যে ভারতে আমরা বসবাস করছি তার ভৌগোলিক অবস্থান এমন থাকতে না৷ তিনি বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল তৎকালীন সময়ে দেশের সার্বভৌমত্বকে মজবুত করে তোলার পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর সংহতি এবং ঐক্যকেও একত্রিত করে তোলার প্রচেষ্টা নিয়েছিলেন৷ রাজ্যপাল ছাত্র ছাত্রী বিশেষ করে নতুন প্রজন্মকে সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে আরও বেশী করে চর্চা করার পরামর্শ দেন৷ অনুষ্ঠানের সম্মানিত অতিতি আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী৷ তৎকালীন সময়ে সংহতির মাধ্যমে ভারতবর্ষকে একত্রিত করার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য৷ পাশাপাশি সেই সময়ে রাজন্য শাসিত ত্রিপুরার ভারতের সাথে অন্তভূক্তিকরণের ক্ষেত্রেও বল্লভভাই প্যাটেলের অবদান রয়েছে৷ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দিলীপ কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য সচিব সঞ্জীব রঞ্জন, রাজ্য পুলিশের মহানির্দেশকক অখিল কুমার শুক্লা, বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজিএসআর ওঝা প্রমুখ৷ স্বাগত ভাষণ রাখেন পশ্চিম জেলার জেলা শাসক ড মিলিন্দ রামটেকে৷ অনুষ্ঠানের শুরুতে রাজ্যপাল তথাগত রায় সহ অন্যান্য অতিথিগণ সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন৷
এদিকে, আজ সকালে বিবেকানন্দ ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে রান ফর ইউনিটি দৌড়ের পতাকা নেড়ে শুভ সূচনা করেন রাজ্যপাল তথাগত রায়৷ এই অনুষ্ঠানে রাষ্ট্রীয় একতা দিবসের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল তথাগত রায়৷ অনুষ্ঠানে মুখ্য সচিব সঞ্জীব রঞ্জন, রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা, বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজিএসআর ওঝা, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ড মিলিন্দ রামটেকে প্রমুখ উপস্থিত ছিলেন৷ এই সংহতি দৌড়ে বিএসএফ, টিএসআর, সিআরপিএফ, এনএসএস ও ত্রিপুরা স্পোর্টস সুকলের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে৷
2017-11-01