রামবানে ভূমিধস, ঘন্টা তিনেক অবরুদ্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক

জম্মু, ১ নভেম্বর (হি.স.): রামবান জেলায় ভূমিধসের কারণে অবরুদ্ধ করে দেওয়া হল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক| বুধবার ভোররাত ৩.১৫ মিনিট নাগাদ রামবান জেলার রত্তানবাস এলাকায় ধস নামে| এরপরই যান চলাচল বন্ধ করে দেওয়া হয় ভূস্বর্গের সঙ্গে প্রধান যোগাযোগকারী জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে|
ট্রাফিক বিভাগের মুখপাত্র জানিয়েছেন, বুধবার ভোররাত ৩.১৫ মিনিট নাগাদ রামবান জেলার রত্তানবাস এলাকায় ধস নামে| ঘন্টা তিনেকের চেষ্টায় জাতীয় সড়ক পরিষ্কার করে দেওয়া হয়| এরপর সকাল ৬.৩০ মিনিট থেকে পুনরায় যান চলাচল শুরু হয়| তবে খুবই ধীর গতিতে, কারণ ওই এলাকায় এখনও কাজ চলছে|