ভোটের আগে তিনদিনের গুজরাত সফরে রাহুল

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.) : অাগামী ৯ ডিসেম্বর গুজরাত বিধানসভা ভোটের প্রথম দফা। তার আগে বুধবার থেকে তিনদিনের সফরে গুজরাতে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। এদিন সকাল ১১টায় ভারুচে সভা দিয়ে যাত্রা শুরু করেন রাহুল। ভরুচ ছাড়াও মূলত দক্ষিণ গুজরাতের তাপি, বলসার, নবসারি ও সুরাতে একাধিক সভা ও সমাবেশে উপস্থিত ছিলেন রাহুলের। কথা বলেন কৃষক ও শিল্পপতিদের সঙ্গেও। নয়ের দশকে দক্ষিণ গুজরাতের একটা বড় অংশই কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, ধীরে ধীরে যা চলে যায় বিজেপির দখলে।এবার সেই গড়ই পুনরুদ্ধারের লক্ষ্যে ঝাঁপাচ্ছেন কংগ্রেসের সহ-সভাপতি, এমনটাই ধারনা রাজনৈতিক মহলের।