চন্ডীগড়, ১ নভেম্বর (হি.স.) : গত ২৯ শে অক্টোবর পুরোহিত প্রশিক্ষণ শিবিরে যেসব শিক্ষক যোগ দেয়নি তাদের কাছে কৈফিয়ৎ তলব করতে চলেছে হরিয়ানা সরকার। সূত্রের খবর অনুযায়ী যমুনানগর মন্দির চত্বরে প্রতি বছরের মতো এবছরও মেলার আয়োজন করা হবে। সেই উপলক্ষ্যে মন্দিরের পুরোহিত হিসেবে কাজ করার কথা শিক্ষকদের। পুরোহিতের কাজ যাতে শিক্ষকরা ঠিক ভাবে করতে পারে তার জন্য একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই শিবিরেই বহু শিক্ষকই যোগ না দেওয়া বেজায় চটেছে প্রশাসন। এবার অনপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে হরিয়ানা সরকার।
যমুনানগর মন্দিরে মেলা চলাকালীন পুরোহিতদের মতো পুজো করে প্রসাদ বিতরণ করবে শিক্ষকরা। এই বিষয়ে গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের কোন বক্তব্য পাওয়া যায়নি।
2017-11-01