কমনওয়েলথ শ্যুটিংয়ে স্বর্ণ পদক জিতলেন শাহজার রিজভি, এয়ার রাইফেলে সোনা জিতেছেন পূজা

ব্রিসবেন, ১ নভেম্বর (হি.স.): দেশবাসীর জন্য পুনরায় সুখবর, অস্ট্রেলিয়ার ব্রিসবেনে কমনওয়েলথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে স্বর্ণপদক জিতলেন শাহজার রিজভি| দ্বিতীয় ও তৃতীয় স্থানেও রয়েছেন ভারতীয় শু্যটাররাই| দ্বিতীয় হয়েছেন ওমকার সিং (রুপো) ও জিতু রাই (ব্রোঞ্জ)|
অন্যদিকে, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ইভেন্টে সোনা জিতেছেন ভারতের পূজা ঘাটকার| ফাইনালে পূজার স্কোর ছিল ২৪৯.৪| ভারতেরই অঞ্জুম মৌদগিলকে পেছনে ফেলে সোতা জেতেন পূজা| ২৪৮.৭ স্কোর করে রুপোর পদক জিতেছেন অঞ্জুম| অলিম্পিক গোল্ড কোয়েস্ট-এর সিইও জানিয়েছেন, ‘অভিনন্দন পূজা ঘাটকার|’ উল্লেখ্য, মঙ্গলবারই অস্ট্রেলিয়ার ব্রিসবেনে কমনওয়েলথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দীদের পরাজিত করে স্বর্ণ পদক জেতেন হিনা সিধু|