লুধিয়ানা, ৩১ অক্টোবর (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক পঞ্জাবের লুধিয়ানায়| মঙ্গলবার সকালে লুধিয়ানার মল রোডে অবস্থিত একটি মাল্টি-স্টোরে কমপ্লেক্সে আগুন লাগে| আগুনের লেলিহান শিখায় কমপ্লেক্সে অবস্থিত ফার্ণিচারের শোরুম পুড়ে গিয়েছে| তবে, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
দমকল অফিসার ভূপিন্দর সিং সাধু জানিয়েছেন, মঙ্গলবার সকালে লুধিয়ানার মল রোডে অবস্থিত একটি মাল্টি-স্টোরে কমপ্লেক্সে আগুন লাগে| দমকলের ১২টি ইঞ্জিনের ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এসেছে| তবে, আগুনের লেলিহান শিখায় কমপ্লেক্সে অবস্থিত ফার্ণিচারের শোরুম পুড়ে গিয়েছে| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই সম্ভবত আগুন লেগেছে|
2017-10-31