নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ ত্রিপুরায় বৃষ্টি বাড়ছে না৷ রবিবার সন্ধ্যা থেকে রাজ্যের বিভিন্ন স্থানে হাল্কা থেকে মাঝারি ধরণের
বৃষ্টিপাত শুরু হয়েছে৷ রাজ্যে সাধারণত এই সময় বৃষ্টিপাত হয়না৷ যদিও এই বছর রাজ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে৷ বাংলাদেশে সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে ফের বৃষ্টিপাত শুরু হল রাজ্যে৷ আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের দখিষণ দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার প্রভাবে রাজ্যে বৃষ্টিপাত হচ্ছে৷ এইদিকে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৪ ঘন্টায়ও রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ দফতরের পূর্বাভাস অনুযায়ী আমামী ২৪ ঘন্টায় তাপমাত্রা সামান্য উঠে ৩০ ডিগ্রি ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করতে পারে৷ দপ্তরের পূর্বাভাস মোতবেক আমামী দু’দিনের মধ্যে ঘূর্ণাবর্তের প্রভাব কেটে যেতে পারে৷ ঘূর্ণাবর্তের প্রভাব কাটলেই পারদ নিম্নমুখী হবে৷ বাড়তে পারে শীতের মাত্রা৷
এদিকে, সম্প্রতি রাজ্যে বন্যার দাপটে সাধারণ মানুষের পাশাপাশি কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে৷ বন্যায় কৃষিক্ষেত্রে পলিমাটি প্রবেশ করায় কৃষকদের মাথায় হাত পরেছে৷ মাথার ঘাম পায়ে ফেলে ঋণ নিয়ে কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে কৃষি ক্ষেতে ফসল লাগিয়েছিল৷ কিন্তু এই বন্যায় কৃষিক্ষেত্রে পলিমাটি প্রবেশ করায় কৃষকদের মাথায় হাত৷ তেলিয়ামুরা কৃষি প্রধান গ্রামগুলিতে এই বন্যায় প্রভাবে প্রচুর ক্ষতি হয়েছে৷ একই সাথে বড় বড় পুকুর ও জলাশয়গুলি থেকে জলের তোড়ে মাছ বেরিয়ে গেছে৷ বহু এলাকার ড্রেন, রাস্তায়ও ব্যাপক ক্ষতি হয়েছে৷ বন্যার সময় আঠারমুড়ায় জাতীয় সরকেও বহুস্থানে মাটি-গাছ ভেঙ্গে ধসে পড়ে৷ এই বন্যায় যেমন মানুষের বাড়িঘর, সম্পত্তির ক্ষতি সাধিত হয়েছে তেমনি কৃষকরাও ব্যাপক ক্ষতি হয়েছে৷ ফলে বাজারে সবজির অগ্ণিমূল্য৷ নাভিশ্বাস উঠছে ক্রেতাদের৷