পরীক্ষা হলে টুকতে গিয়ে গ্রেফতার আইপিএস আধিকারিক

চেন্নাই, ৩১ অক্টোবর (হি.স): পরীক্ষা হলে নকল করতে গিয়ে ধরা পড়া নতুন কোন বিষয় নয়। কিন্তু ধৃত পরীক্ষার্থী যদি একজন আইপিএস আধিকারিক হন, তবে তা নিয়ে চাঞ্চল্য ছড়াতে বাধ্য। ঠিক এমনটাই ঘটেছে চেন্নাইয়ে। আইএএস মেইন পরীক্ষা চলাকালীন ব্লু-টুথের মাধ্যমে পরীক্ষা হলে নকল করার সময় ধরা পড়েন সাফির করিম নামে এক আইপিএস আধিকারিক। তামিলনাডুর তিরুনেলভেলি জেলায় সহ-পুলিশ সুপার পদে চাকরি করছিলেন তিনি।
সূত্রের খবর অনুযায়ী অত্যাধুনিক প্রযুক্তি ব্লু-টুথের মাধ্যমে হায়দরাবাদে থাকা স্ত্রীয়ের সাহায্যে নকল করছিল ওই পুলিশ আধিকারিক। সেই সময় তাঁকে হাতেনাতে ধরে পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট আধিকারিকরা। পুলিশের তরফে জানা গিয়েছে গ্রেফতার হওয়া ওই আইপিএস আধিকারিকের কাছ থেকে একটি ব্লু-টুথ উদ্ধার করা হয়েছে। হাদরাবাদে অভিযুক্ত আইপিএস আধিকারিকের স্ত্রীকে গ্রেফতার করার জন্য একটি দলও পাঠানো হয়েছে।
অভিযুক্ত আইপিএস সাফির কারিমের বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির ৪২০ নম্বর ধারায় প্রতারনা এবং জালিয়াতির মামলা রজু করা হয়েছে। উল্লেখ্য অভিযুক্ত সাফির কারিমের একটি কোচিং সেন্টার রয়েছে। যেখানে সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে চাওয়া ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়। তার এই কোচিং সেন্টারটির শাখা তিরুবনন্তপুরম, কোচি, ভোপাল, কালিকট, হায়দরাবাদে রয়েছে। এর আগে অভিযুক্ত ওই আইপিএস আধিকারিক জানিয়েছিলেন তিনি মালায়ালম সিনে স্টার সুরেশ গোপীকে দেখে অনুপ্রাণিত হয়ে আইপিএস অফিসার হয়েছিলেন।