দেশেজুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪২ তম জন্মজয়ন্তী

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.) : গোটা দেশজুড়ে গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে স্বাধীনতা সংগ্রামী তথা দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪২ তম জন্মজয়ন্তী। এই উপলক্ষ্যে মঙ্গলবার দিল্লিতে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় সরকারের তরফে দিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করা হচ্ছে। এই উপলক্ষ্যে ‘রান ফর উনিটি’ নামক এক রিলে দৌড়ের আয়োজন করা হয় রাজধানী দিল্লিতে। পতাকা নেড়ে এই রিলে দৌড়ের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েক হাজার মানুষ এই দৌড়ে অংশগ্রহণ করেন।
সূত্রের খবর অনুযায়ী ১.৫ কিলোমিটারের এই দৌড়টি দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় ক্রীড়াঙ্গন থেকে শুরু হয়ে শেষ হয় ইন্ডিয়া গেটে। এই রিলে দৌড়ে অংশগ্রহণ করেন হকি তারকা সর্দার সিং, জিমন্যাসিয়ান তথা অলিম্পিয়ান দীপা কর্মকার, ক্রিকেটার সুরেশ রায়না, অলিম্পিক পদকজয়ী ক্রীড়ানক্ষত্র করনম মাল্লেশ্বরী মতো ক্রীড়া ব্যক্তিত্বরা।
অন্যদিকে মঙ্গলবার এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্দার বল্লভ ভাই প্যাটেল প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন দেশের প্রতি গুরুত্বপূর্ণ সেবার পাশাপাশি তার বিস্ময়কর অবদানের কথা দেশবাসী কোনদিন ভুলবে না। পাশাপাশি সর্দার প্যাটেলের এই অবদানের জন্য তাকে সেলামও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্য আর একটি ট্যুইট বার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে জাতীয় অখণ্ডতা ও একীকরণের প্রতীক হিসেবে অবিহিত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ট্যুইট করে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে ভারতের জাতীয় ঐক্য ও অখণ্ডতার মূল চালিকা শক্তি হিসেবে চিহ্নিত করেন।