বাংলাদেশে বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৪

ঢাকা, ৩০ অক্টোবর (হি.স.): বাংলাদেশের নরসিংদীর সদর উপজেলায় যাত্রীবোঝাই বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন| ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন| সোমবার সকাল ৭টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ঢাকা-সিলেট হাইওয়ের আমদিয়া ইউনিয়নের কান্দাইল এলাকায়| দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| আহতদের চিকিত্সার জন্য মাধবদী প্রাইভেট ক্লিনিক ও ঢাকায় পাঠানো হয়েছে|
মাধবদী পুলিশ স্টেশনের ওসি ইলিয়াস আহমেদ জানিয়েছেন, মিনিবাসটি ঢাকা থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল| ঢাকা-সিলেট হাওয়ের কান্দাইল এলাকায় মিনিবাসের সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে| আহত ৫ জনকে চিকিত্সার জন্য মাধবদী প্রাইভেট ক্লিনিক ও ঢাকায় পাঠানো হয়েছে|