আধারের বৈধতা নিয়ে প্রশ্ন, সুপ্রিম রোষানলে পশ্চিমবঙ্গ সরকার

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): আধারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম রোষানলে পড়ল পশ্চিমবঙ্গ সরকার| সোমবার শীর্ষ আদালত স্পষ্টতই জানিয়ে দিয়েছে, কেন্দ্রের পাশ করার কোনও আইনকে রাজ্য সরকার চ্যালেঞ্জ করতে পারে না| আধারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সম্প্রতি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার| সেই মামলার শুনানিতে সোমবার বিচারপতি একে সিক্রি ও অশোক ভূষণের বেঞ্চ জানিয়েছে, ‘আধার নিয়ে বিতর্ক খুঁটিয়ে দেখতে হবে| তবে সংসদের পাশ করার আইনকে চ্যালেঞ্জ করে রাজ্য পিটিশন দায়ের করতে পারে না|’ শীর্ষ আদালত আরও জানিয়েছে, ব্যক্তি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি কোনও সমস্যা হয়, তাহলে এক জন নাগরিক হিসেবে তিনি মামলা দায়ের করতে পারেন| সর্বোচ্চ আদালতের মতে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কীভাবে কোনও রাজ্য সরকার সংসদে পাশ হওয়া আইনকে চ্যালেঞ্জ করে| এই আবেদন মেনে নেওয়া সম্ভব নয়|

বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল পশ্চিমবঙ্গ সরকারের হয়ে বলেছেন, পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগ কর্তৃক আবেদন করা হয়েছে| এদিকে, মোবাইল কানেকশনের সঙ্গে আধার সংযুক্তির বিষয়ে কেন্দ্র যে নির্দেশিকা দিয়েছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে যে পিটিশনটি দাখিল করা হয়েছিল, সে বিষয়ে এদিন কেন্দ্রকে নোটিশ দেয় সুপ্রিম কোর্ট| ৪ সপ্তাহের মধ্যে সেই নোটিশের জবাব দিতে বলা হয়েছে|

আধার নিয়ে ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন মামলা দায়ের করেছে ।এই বিষয়ে কোনো সমস্যা নেই বলে সোমবার নবান্নে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন তিনি বলেন,’কোর্ট তাদের রায় দিয়েছে। আমার তা নিয়ে কোনও সমস্যা নেই। আমাদের পিটিশন খারিজ করেনি। বরং ব্যক্তিগতভাবে পিটিশন ফাইল করার কথা বলেছে। আমরা কোর্টের রায় মেনে নিয়েছি’।

বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ড বাধ্যতামূলক বলে ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এরপর এ নিয়ে সরব হয় বিরোধীরা। এই সিদ্ধান্তের বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । ২৫ অক্টোবর নজরুল মঞ্চে নিজের দলের কোর কমিটির সভায় তিনি সাফ জানিয়ে দেন, আধার নম্বর সংযোগ না করলে যদি ফোনের লাইন কেটে দেয় তাতেও তাঁর কোনও আপত্তি নেই । আর এরপরই ২৭ অক্টোবর আধার ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার ।