শ্রীনগর, ২৯ অক্টোবর (হি.স) মাঝারি ধরণের ভূমিকম্পে কেপে উঠল কাশ্মীর। শনিবার গভীর রাতে কেপে ওঠে উপতক্যা। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ধরা পড়েছে ৫.৭। এই ভূমিকম্পের ফলে হতাহতের কোন খবর নেই। ভূমিকম্পের কেন্দ্র ছিল আফগানিস্তানের হিন্দুকুশ। কম্পন অনুভূত হওয়ায় ভয়ে পেয়ে মাঝরাতে বহু মানুষ বাইরে বেরিয়ে আসে। গোটা উপতক্যা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন কাশ্মীর ভূমিকম্প প্রবণ অঞ্চল। তাই যেকোন মুহূর্তে ফের কেপে উঠতে পারে কাশ্মীর।
উল্লেখ্য ২০০৫ সালে বিধ্বংসী ভূমিকম্পে কেপে ওঠে উপতক্যা। নিহত হ্ন ১৪০০ মানুষ।
2017-10-29