লখনউ, ২৯ অক্টোবর (হি.স) মন্ত্রীর কনভয় পিষে দিল আট বছরের এক বালককে। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গন্ডা জেলার কলোনেলগঞ্জ-পরাশপুররোডে। রাজ্যের মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের কনভয়ে থাকা একটি গাড়ি ধাক্কা মারে ওই বালককে। ঘটনা জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় জুড়ে। নিহত বালকের বাবা বিশ্বনাথ জানিয়েছেন ঘটনাস্থলেই তার পুত্রের মৃত্যু হয়। পুলিশের কাছে তিনি এফআইআর দায়ের করেছেন। অন্যদিকে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের দাবি তিনি জানতেন না যে তারই কনভয়তে থাকা গাড়ি ওই শিশুকে ধাক্কা মেরেছে। রাজ্য সরকারের তরফ থেকে ডিজিপির কাছ থেকে এই মর্মান্তিক দুর্ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা।
2017-10-29