নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): অবশেষে অনশন বিক্ষোভ প্রত্যাহার করে নিলেন এইমসের আবাসিক চিকিৎসকরা৷ তবে তাদের প্রতিবাদ চলবে বলে জানিয়েছেন তাঁরা৷ রবিবার এইমস চত্বর থেকে তাদের বিক্ষোভ উঠে গেলেও, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার বাড়ির সামনে তাঁরা শান্তিপূর্ণ প্রতিবাদে বসছেন বলে খবর৷
সপ্তম বেতন কমিশনের সুপারিশ ঠিকমতো কার্যকর না হওয়ার অভিযোগে অনশনে বসেছিলেন এইমসের আবাসিক চিকিৎসকেরা৷ তবে অনশন চললেও, কর্মবিরতিতে ছিলেন না তাঁরা৷ অনশনের মধ্যেই কাজ চলছিল এইমসে৷ রবিবার আবাসিক ডাক্তারদের পক্ষ সংগঠনের সভাপতি হরজিত সিং ভাট্টি জানান, এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে প্রতিবাদ দেখাবেন চিকিৎসকরা৷ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এই ইস্যুতে আলোচনা চাইছেন তাঁরা৷ তাদের অনশন প্রতিবাদের প্রতি কেন্দ্র সম্পূর্ণ উদাসীন বলে অভিযোগ করে সংগঠনের বক্তব্য এইমসের কাজ ব্যাহত হলেও সরকারের কিছু যায় আসেনা৷ তবে চিকিৎসকরা মানবিক৷ তাই এবার প্রতিবাদ হবে স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে৷
এইমসের প্রতি কেন্দ্র বিমাতৃসূলভ আচরণ করছে বলে অভিযোগ চিকিৎসকদের৷ অন্যান্য স্বশাসিত সংস্থাগুলিতে সপ্তম পে কমিশন সঠিকভাবে প্রয়োগ হলেও, এইমসে তা হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷ এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টি আকর্ষণ করা হলেও, কোনও কাজ হয়নি বলে জানা গিয়েছে৷ অনশন চতুর্থদিনে পড়লেও চিকিৎসকদের স্বাস্থ্যের অবনতি নিয়ে কোনও খোঁজ খবর নেয়নি স্বাস্থ্যমন্ত্রক৷ তাই আবাসিক চিকিৎসকদের অভিযোগ, দাবি মানা হচ্ছে না। আর সেই দাবি যতদিন না মানা হবে, প্রতিবাদ চলবে৷
প্রসঙ্গত, এই বিক্ষোভে রয়েছে এইমসের নার্সদের সংগঠন, অফিসারদের সংগঠন, বিজ্ঞানীদের সংগঠন, ছাত্র সংসদ ও কর্মচারী সংগঠন৷ তাঁদের বক্তব্য, প্রশাসনিক গাফলতিতেই সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন পাচ্ছেন না তাঁরা। স্বাস্থ্যমন্ত্রকও প্রাপ্য বেতন ও বকেয়া দেওয়ার উদ্যোগ নিচ্ছে না। সেই কারণেই দায়িত্বশীল নাগরিক হিসেবে রোগীদের সঙ্গে অসহযোগিতা না করেই প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।
2017-10-29